• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ইভ্যালির ভবন মালিককে সহযোগিতার নির্দেশ 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৫:৫৮ পিএম
ইভ্যালির ভবন মালিককে সহযোগিতার নির্দেশ 

অডিট কমিটির যে কোনও প্রয়োজনে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ভবন মালিক শেখ সালাউদ্দিন আহমেদকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। সালাউদ্দিনকে এই মামলায় পক্ষভুক্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে আদালতের নির্দেশনা অনুযায়ী হাজির হওয়ার কথাও বলা হয়েছে।

এদিকে ইভ্যালির সম্পত্তি অডিট করতো কেপিএনজি নামে একটি প্রতিষ্ঠান। কিন্তু ওই প্রতিষ্ঠান অডিটের খরচ ধরে ৮৬ লাখ টাকা। এর চেয়ে কম টাকায় অডিট করাতে ইভ্যালি পরিচালনায় গঠিত বোর্ড আবেদন করলে যে কোনও ভালো প্রতিষ্ঠান দিয়ে অডিট করানো যাবে বলে আদেশ দেন হাইকোর্ট।

গত ১৭ ফেব্রুয়ারি ইভ্যালির ভবন মালিককে ২৪ ফেব্রুয়ারি হাইকোর্টে হাজির হতে বলা হয়েছিলো। অন্যথায় তাকে গ্রেপ্তার করে হাজির করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়।

একই সময়ে ইভ্যালির এমডি মো. রাসেল এবং তার স্ত্রী ও সংস্থার চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে থাকা শেয়ারের ৫০ শতাংশ রাসেলের শ্বশুর-শাশুড়ি ও তার ভায়রাকে হস্তান্তর করার বিষয়ে অনুমতি দেন হাইকোর্ট।

এর আগে প্রতারণাসহ নানা অভিযোগে, গত বছরের ১৫ সেপ্টেম্বর গ্রেফতার হন ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিন। তারা দুইজনই এখন কারাগারে। পরে, গ্রাহকের আবেদনে হাইকোর্ট ইভ্যালির ব্যবস্থাপনায় পাঁচ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেন। আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ ইভ্যালির অর্থ ও সম্পদ উদ্ধারে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!